www.drike.webs.com
http://www.drike.webs.com
Sunday, 28 April 2013
কুইক ম্যাথ
যদি আপনাকে প্রশ্ন করি ১১১১১১ (ছয়টি ১)এর বর্গ কত? ক্যালকুলেটার ছাড়া
উত্তর দিতে কতক্ষণ লাগবে? আমি আপনাকে খুবই সহজ একটি উপায় বাতলে দিতে পারি,
যার সাহায্যে ক্যালকুলেটার ছাড়াই ঝটপট এর উত্তর বলে দিতে পারবেন।
প্রথমেই গুণে ফেলুন কটি ১ আছে (ছয়টি)।
এবার ১ থেকে ৬ পর্যন্ত লিখুন, এবং সেই ছয় থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১।
এটাই উত্তর।
যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, ১ থেকে ৯ পর্যন্ত লিখুন, এবং সেই ৯ থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১।
বর্গ করা হয়ে গেলো।
এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিট্টে ১ থাকলে ঝটপট তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবেন।
প্রথমেই গুণে ফেলুন কটি ১ আছে (ছয়টি)।
এবার ১ থেকে ৬ পর্যন্ত লিখুন, এবং সেই ছয় থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১।
এটাই উত্তর।
যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, ১ থেকে ৯ পর্যন্ত লিখুন, এবং সেই ৯ থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১।
বর্গ করা হয়ে গেলো।
এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিট্টে ১ থাকলে ঝটপট তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবেন।
Saturday, 27 April 2013
কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল
☼ কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল [Copper Sulphate, CuSO4, 5H2O]:-
কেলাস-জলযুক্ত কিউপ্রিক সালফেটকে ব্লু-ভিট্রিয়ল বলে । ব্লু-ভিট্রিয়ল সাধারণভাবে তুঁতে নাম পরিচিত । এর রাসায়নিক সংকেত CuSO4, 5H2O ।
কেলাস-জলযুক্ত কিউপ্রিক সালফেটকে ব্লু-ভিট্রিয়ল বলে । ব্লু-ভিট্রিয়ল সাধারণভাবে তুঁতে নাম পরিচিত । এর রাসায়নিক সংকেত CuSO4, 5H2O ।
Nitrogen ( নাইট্রোজেন )
নাইট্রোজেন (N2)
Nitrogen
সাধারণ বৈশিষ্ট
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা: নাইট্রোজেন, N, 7
উচ্চারণ : NYE-tro-jin
রাসায়নিক শ্রেণী: nonmetal
শ্রেণী, পর্যায়, ব্লক : 15, 2, p
পারমাণবিক ওজন : 14.0067(2)
ইলেকট্রন বিন্যাস : 1s2 2s2 2p3
শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা : 2, 5
Nitrogen
সাধারণ বৈশিষ্ট
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা: নাইট্রোজেন, N, 7
উচ্চারণ : NYE-tro-jin
রাসায়নিক শ্রেণী: nonmetal
শ্রেণী, পর্যায়, ব্লক : 15, 2, p
পারমাণবিক ওজন : 14.0067(2)
ইলেকট্রন বিন্যাস : 1s2 2s2 2p3
শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা : 2, 5
হুমায়ুন আহমেদের বিখ্যাত উক্তি
লেখক: হুমায়ূন আহমেদ : আসলে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা
কোনো কিছুতেই তৃপ্ত নয়। কিন্তু আমি খুব অল্পতেই তৃপ্ত। অতৃপ্তি ব্যাপারটা
আমার মধ্যে নেই। আর যখন যে কাজটা করি সেটাতেই আমি সবচেয়ে বেশি তৃপ্ত হই।
আমি যে ছবিটা বানালাম আমার কাছে মনে হয় এটাই আমার সেরা কাজ। সেরা বইয়ের
ক্ষেত্রে প্রতিটা নতুন কাজ আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। আমার অতৃপ্তি নেই।
মেবি আমি ক্রিয়েটিভ লোক না। কারণ শুনেছি ক্রিয়েটিভ লোকদের তৃপ্তি থাকতে হয় না, অতৃপ্তি থাকতে হয়।০০০০০০
মৃত্যুঃ এবং হুমায়ুন আহমেদ এর কিছু উক্তি
মৃত্যু নিয়ে হুমায়ুন আহমেদ স্যার এর বই এর কিছু লাইন -
১)মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার।নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার।(দেবী।পৃ:৪৮)
১)মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার।নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার।(দেবী।পৃ:৪৮)
হুমায়ূন আহমেদ স্যারের লেখা
হুমায়ূন আহমেদ স্যারের লেখা পড়তাম! আর অবাক লাগতো...একটা মানুষ কি ভাবে
আরেকটা মানুষের চিন্তার বর্হি প্রকাশ এতো সুন্দর করে বলতে পারে?? উনাকে
সত্যি কারের একজন শব্দ জাদুকর মনে হয়। এতো মায়া নিয়ে কেউ কখনো লিখছে বলে
আমার জানা নেই। বিশেষ করে উনার উক্তি গুলা মনে হয় নিজেরি চিন্তার
প্রতিফলন......
Sunday, 21 April 2013
রসায়নের রস মনে রাখার কিছু সহজ উপায়
গ্রুপ 1A- H Li Na K Rb Cs Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
Subscribe to:
Posts (Atom)