www.drike.webs.com

http://www.drike.webs.com

Monday, 24 June 2013

সিমবিয়ান ফোনের ডিসপ্লেকে ল্যান্ডস্কেপ ভিউতে দেখুন

শুধুমাত্র Symbian OS v9.4, Series 60 rel. 5 -এর সেটগুলোর ডিসপ্লেকে ল্যান্ডস্কেপে পরিণত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার উপহার দেব। এইরকম একটা অপশন টা সেটের মধ্যে দেয়াই আছে। কিন্তু সেই অপশনটা স্থায়ী না অর্থাৎ আপনি যখন সেটটিকে ল্যান্ডস্কিপ করবেন তখন ল্যান্ডস্কিপ হবে আর যখন পোর্টরেইট করবেন তখন পোর্টরেইট হবে। আর এই সফট্ওয়ারটির সাহায্যে আপনি সেটটিকে সবসময়ের জন্য ল্যান্ডস্কিপ (640 x 360 pixels) থাকবে। আপনি চাইলে আবার পোর্টরেইটও (360 x 640 pixels) করতে পারবেন।

Physics Equations

Angular motion

Equations of angular motion are relevant wherever you have rotational motions around an axis. When the object has rotated through an angle of θ with an angular velocity of ω and an angular acceleration of α, then you can use these equations to tie these values together.
You must use radians to measure the angle. Also, if you know that the distance from the axis is r, then you can work out the linear distance traveled, s, velocity, v, centripetal acceleration, ac, and force, Fc. When an object with moment of inertia, I (the angular equivalent of mass), has an angular acceleration, α, then there is a net torque Στ.

Force


 

The Universal Law of Gravitation


Sir Isaac Newton: The
Universal Law of Gravitation




There is a popular story that Newton was sitting under an apple tree, an apple fell on his head, and he suddenly thought of the Universal Law of Gravitation. As in all such legends, this is almost certainly not true in its details, but the story contains elements of what actually happened.

What Really Happened with the Apple?

Probably the more correct version of the story is that Newton, upon observing an apple fall from a tree, began to think along the following lines: The apple is accelerated, since its velocity changes from zero as it is hanging on the tree and moves toward the ground. Thus, by Newton's 2nd Law there must be a force that acts on the apple to cause this acceleration. Let's call this force "gravity", and the associated

Sunday, 23 June 2013

তৈরি করুন একটি আকর্ষণীয় ইমেজ গ্যালারী

আমরা পোর্টফোলিও সহ বিভিন্ন ধরণের ওয়েব সাইটে ইমেজ গ্যালারি দেখে থাকি। এ সব ইমেজ গ্যালারিতে বিধিন্ন ইফেক্ট, এনিমেশন ইত্যাদির মাধ্যমে ইমেজকে উপস্থাপনা করা হয়। এ কাজের জন্য সচরাচর ফ্লাশে তৈরি এনিমেশন ব্যবহার করা হয় অথবা জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরির মত জটিল প্রোগ্রামিং কোড ব্যবহার করা হয়। আজ আমরা শুধুমাত্র সহজ HTML এবং CSS ব্যবহার করে একটা আকর্ষণীয় ইমেজ গ্যালারি তৈরি করা যায় তা দেখব।
একবার দেখে নেয়া যাক আমরা কি তৈরি করতে যাচ্ছি…………….

ভাসমান শহরে স্বপ্নের বসবাস

যদি এমন হতো, একটি পূর্ণাঙ্গ ভাসমান বাড়ি সাথে নিয়ে আপনি ভেসে বেড়াচ্ছেন আটলান্টিক মহাসাগরে! কিংবা, আপনার ড্রইংরুমের জানালা দিয়ে দেখা যাচ্ছে প্যারিস নগরী! অথবা, ভিয়েতনামের সুবিখ্যাত উপসাগর হা লং বেতে নিজের বারান্দায় বসে প্রিয় মানুষের হাতে হাত রেখে ভিজছেন ভিনদেশী জোৎস্নায়! কেমন লাগবে আপনার?

চীনের একটি চা বাগান


সময়ের চেয়ে পুরানো ব্ল্যাক হোল আবিষ্কার

আমাদের এ মহা বিশ্ব সৃষ্টি হয় আনুমানিক সারে তের বিলিয়ন বছর আগে বিগ ব্যাঙ এর মাধ্যমে । বিগ ব্যাঙ এর ধারনাটা অনেক টা এরকম- মহা বিশ্ব জন্মের আগে খুবই কম আয়তনের এবং বেশি ঘনত্বের  এবং অনেক বেশি তাপমাত্রার ক্ষুদ্র একটি বস্তু ছিল যাতে বিষ্ফোরণ ঘটে এবং সেই বিষ্ফোরনের মাধ্যমে নক্ষত্ররাজী, গ্রহ উপগ্রহ ইত্যাদির সৃষ্টি হয় এবং দিন দিন এই মহা বিশ্ব সম্প্রসারিতই হচ্ছে। কুইন মেরী বিশ্ববিদ্যালয়ের বার্ণাড কার ও ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের এলান কলে এই সিদ্ধান্তে উপনিত হন যে এই বিগ ব্যাঙ এর আগেও অন্য কোন মহাবিশ্বের উপস্থিতি ছিল। সেখানকার ব্লাক হোল অন্য কোন বিগ ব্যাঙ এর মাধ্যমে সৃষ্টি হয়েছে যা আমাদের মহাবিশ্বের চেয়ে পুরানো।

মহাকাশের বিস্ময় কোয়েসার

বিজ্ঞানের অনেক কিছু আবিস্কারের পর আমরা এখন জানি যে,মহাবিশ্বর চারপাশের অসংখ্য জ্যেতিস্ক থেকে নানা রকম বিকিরন ছড়িয়ে পরছে। যাদের তরংগ দৈর্ঘ্য কয়েক কিঃমিঃ থেকে শুরু করে এক সেঃমিঃ এর হাজার কোটি ভাগের চেয়ে ও ছোট হতে পারে। এই বিরাট বিস্তারের মাঝখনে যেটুকু বিকিরনের দৈর্ঘ্য 0.4 থেকে 0.7 মাইক্রন মাপের মধ্যে (1micron=1/1000mm)। অনেক জ্যেতিস্ক আছে যার থেকে নির্গত দৃশ্য আলো আমাদের কাছে অতি ক্ষীন ভাবে পৌছায়।

Wednesday, 5 June 2013

Basic Concepts Of Physics

Physical quantity, units and dimensions

 
Physical quantity: A quantity that can be measured by instrument, clearly defined and has proper units is called physical quantity. Physical quantities are classified as fundamental and derived quantities.
 
Fundamental units: The physical quantity which does not depend on any other physical quantity is called a fundamental physical quantity such as length; mass and time are called fundamental units.

Frequently Used Equations

Mechanics

velocity acceleration equations of motion newton's 2nd law
v = Δs
Δt
a = Δv
Δt
v = v0 + at ∑ F = m a
x = x0 + v0t + ½at2
∑ F = dp
dt
v = ds
dt
a = dv
dt
v2 = v02 + 2a(x − x0)
v = ½(v + v0)

Tuesday, 4 June 2013

তুমি রবে নীরবে হৃদয়ে মম



তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম
          মম জীবন যৌবন    মম অখিল ভুবন
     তুমি    ভরিবে গৌরবে নিশীথিনী-সম
জাগিবে একাকী     তব করুণ আঁখি,
     তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি
          মম দুঃখবেদন    মম সফল স্বপন
     তুমি    ভরিবে সৌরভে নিশীথিনী-সম