Mars এর একটি উপগ্রহে অনুসন্ধান কাজে পাঠানো রাশান মহাকাশযান
Phobos-Grunt প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। রাশান এক নিউজ এজেন্সির
মাধ্যমে জানা যায়, অনুসন্ধানকারী জানটি গত রবিবার দুপুরের দিকে প্রশান্ত
মহাসাগরের Wellington দ্বীপের প্রায় ৭৭৫ মাইল পশ্চিমে বিধ্বস্ত হয়।

এ ঘটনার সত্যতা প্রকাশ করে রাশান প্রতিরক্ষা মন্ত্রনালয়য়ের এক কর্মকর্তা Alexei Zolotukhin বলেন,
১৬৫ মিলিয়ন ডলারের এই মিশনটি সফল হলে এটি হতে পারতো বিশ বছরের মধ্যে রাশার সফল আন্ত-গ্রহ মিশন। পৃথিবীবাসীও জানতে পারতো Mars সম্পর্কে আরও অনেক অজানা তথ্য।

এ ঘটনার সত্যতা প্রকাশ করে রাশান প্রতিরক্ষা মন্ত্রনালয়য়ের এক কর্মকর্তা Alexei Zolotukhin বলেন,
“Phobos-Grunt fragments have crashed down in the Pacific Ocean,”৯ নভেম্বর ২০১১ তে নিক্ষেপ করা এই মহাকাশ অনুসন্ধানকারী জানটি Mars এ পৌছে গ্রহটি কয়েকমাস প্রদক্ষিন করে এর একটি উপগ্রহ থেকে ধুলা এবং মাটি নিয়ে এই বছরের অক্টোবরে ফিরে আসার কথা ছিল। নিক্ষেপ করার কিছু সময় পরই এটির নিয়ন্ত্রন ছুটে যায়। ডিসেম্বরে এটিকে নিয়ন্ত্রনে রাখার চেস্টায় অব্যাহতি ঘোষনা করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। Mars এ এর আগেও রাশা একটি মহাকাশজান নিক্ষেপ করেছিল যেটিরও একই পরিনতি ঘটেছে।
১৬৫ মিলিয়ন ডলারের এই মিশনটি সফল হলে এটি হতে পারতো বিশ বছরের মধ্যে রাশার সফল আন্ত-গ্রহ মিশন। পৃথিবীবাসীও জানতে পারতো Mars সম্পর্কে আরও অনেক অজানা তথ্য।
No comments:
Post a Comment