www.drike.webs.com

http://www.drike.webs.com

Tuesday, 29 January 2013

লুকিয়ে ফেলুন আপনার গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার

আমরা অনেকেই অনেক সময় আমাদের পিসির কিছু সেনসিটিভ জিনিস হাইড করে রাখতে পছন্দ করি। যাতে কারো হাতেই না পড়ে। তবে উইন্ডোজের এই হাইড অপশনকে আনহাইড করা বাচ্চাদের খেলা হয়ে গেছে।
তাই এভাবে হাইড করে আর শান্তিতে ঘুমানো যায় না। দরকার একটু বাড়তি নিরাপত্তার। আর তাই আজ টিউনার বন্ধুদের সাথে সেই রকম টুলের পরিচয় করিয়ে দেব।

উইনমেন্ড

clip-image002-thumb1.jpg
উইনমেন্ড হচ্ছে এমনই একটি ফ্রিওয়্যার যার সাহায্যে আপনি আপনার সেনসিটিভ ডেটা হাইড করতে পারবেন। আসুন এক ঝলকে হাইড এবং আনহাইডিং প্রসেস দেখে নেয়া যাক -

ফোল্ডার হাইড করতে

2.jpg
আপনি যদি কোন ফাইল অথবা ফোল্ডার হাইড করতে চান তাহলে সফটওয়্যার জিইউআই এর ডান দিকে হাইড ফোল্ডারে ক্লিক করে নেভিগেট করে দিন। এবং OK প্রেস করে দিন
3.jpg
এর পরেই আসল মজাটা বোঝা যাবে। আপনার কম্পিউটারের সেটিংস অপশনে হিডেন ফাইল শো করার অপশন চেক করা থাকলেও কোন হিডেন ফাইল শো হবে না। আপনি আপনার হিডেন ফাইলে যে পাসওয়ার্ড সেট করে দিয়েছেন সেই পাসওয়ার্ড না দেয়া পর্যন্ত কোন হিডেন ফাইল শো হবে না।

আনহাইডিং প্রসেস

4.jpg
আনহাইড করতে আপনাকে আপনার কাঙ্খিত ফোল্ডারটি সিলেক্ট করে আনহাইড অপশনে প্রেস করতে হবে। একই প্রসেস অবলম্বন করে আপনি কোন ফাইলকেও আনহাইড করে দিতে পারেন।
5.jpg
clip-image012-thumb1.jpg
পুনশ্চ - এই টুলটি মূলত হোম ইউজারদের জন্যে ডেভেলাপ করা নরমাল লেভেল এর একটি ফ্রিওয়্যার। এ্যাডভান্স ইউজারদের ব্যবহার না করার জন্যে অনুরোধ করা হয়েছে।
--------- SHOVON 

No comments:

Post a Comment