www.drike.webs.com

http://www.drike.webs.com

Tuesday, 29 January 2013

তুমি এসো গোলাম মোর্শেদ


তুমি এসো
সোনালী রোদের রুপালী ঝিলিক দিয়ে
কাঁক ডাকা ভোরে গুটি গুটি পায়ে।



তুমি এসো
শরতের রোদেলা দুপুরে
কাঁশ ফুলের সাদার শুভ্রতা নিয়ে।

তুমি এসো
বসন্তের কোকিল ডাকা মধ্যাহ্নে
আম্রমুকুলের মৌ মৌ গন্ধের আবেশ ছরিয়ে।

তুমি এসো
শ্রাবনের বর্ষনমূখর সন্ধ্যায়
এলোচুলে একবুক বিষন্নতা নিয়ে।

তুমি এসো
শৃংখল মুক্তির মিছিলে
শানিত শ্লোগানে হাতে হাত রেখে
মুক্তির বার্তা নিয়ে।

তুমি এসো
তোমার হৃদয় দেবতার তুষ্টির জন্য ফুলের ডালী সাজিয়ে।

No comments:

Post a Comment