www.drike.webs.com

http://www.drike.webs.com

Tuesday, 29 January 2013

জীবন----মুহম্মদ কামরুল হাসান



জীবন মানে তো
বয়ে চলা নদীর স্রোত
আর সাগরের উত্তাল তরঙ্গ।
জীবন মানে তো
সর্বহারার বেঁচে থাকা
আর অদম্যের সুষ্পষ্ট কথা।


জীবন মানে তো
বিধবার বেঁচে থাকার সংগ্রাম
আর গর্জনের শব্দে নির্দয়ের ঘুম ভাঙ্গা।
জীবন মানে তো
দারিদ্রকে আপন করে নেয়া
আর দুঃখ কষ্টকে সুলভে পাওয়া।
জীবন মানে তো
সময়ের সাথে সাথে আমরা একসাথে
হেটে যাব দূর বহুদূরে
যেখানে নীল পাখিরা আমাদের শান্ত করে।
জীবন মানে তো
জীবনের মাঝে নিজেকে খুঁজে বেড়ানো।
জীবন মানে তো
অনির্বান ছুটে চলা
অসীমের পথে
অজানার পথে...
অন্তহীন...........
জীবন মানে তো
বিদ্বানের সত্যবাদী হওয়া
আর উদাস মনে কূজনের শব্দ শোনা।
জীবন মানে তো
আসমানী রংয়ে নিজকে সাজিয়ে
কৃতজ্ঞ হয়ে বেঁচে থাকা।

No comments:

Post a Comment