লিখেছেন SVN »
সোলার গাড়ি নিয়ে কিছু কথা "সোলার গাড়ি" কথাটি
তোমরা অনেকেই হয়তোবা শুনে থাকবে৷ কিংবা ছোটখাট খেলনার গাড়িতে তোমরা
হয়তোবা সেই ধরনের কিছু মডেল দেখে থাকবে৷ কিন্তু সোলার সেল আসলেই কি? তা
নিয়ে চল একটু জানা যাক৷ সৌরশক্তির গাড়ি নিয়ে কথা বলবার আগে একটু সৌর
শক্তি নিয়ে কথা না বললেই নয়৷ সৌর কোষ সূর্যের আলো থেকে শক্তি নিয়ে তা
বিদ্যুত শক্তিতে পরিণত করে৷ অনেক সময় তোমরা ক্যালকুলেটরে দেখতে পাবে তাতে
সৌরকোষ লাগান থাকে৷ এইরকম সৌরকোষের ক্যালকুলেটর কিংবা ঘড়িতে কোন ব্যাটারির
প্রয়োজন হয়না৷ কেননা ক্যালকুলেটর চালাতে যে শক্তির প্রয়োজন হয় তা
সৌরকোষ আলো থেকে সংগ্রহ করে৷ মনে করা যাক, সেইরকম সৌরকোষ অনেকগুলি একত্রে
সংযোগ করলে তা থেকে অনেক বিদ্যুত পাওয়া যেতে পারে যা দিয়ে গাড়ি চালান
সম্ভব হতে পারে৷ এইরকম ব্যাপারটি সম্ভব করে সোলার গাড়িতে৷ কিন্তু বাস্তবে
ব্যপারটি কঠিন৷ আসলে প্রধান সমস্যা হল সৌরকোষ আলো থেকে শক্তি সংগ্রহ করে
বলে মেঘলা দিনে কিংবা সন্ধ্যা বেলাতে যখন আলো কম তখন গাড়ি চালান সম্ভব হবে
না৷ মনে করা যাক, আমরা একটা সেরকম একটা সোলার গাড়ি নিয়ে বাহিরে কোথাও
ঘুরতে গেলাম৷ হটাত্ করে আবহাওয়া বদলে গেল, এমন তো হরেক সময়ই হয়ে থাকে৷
দেখা গেল, আকাশ মেঘে ঢেকে গেল৷ তাহলে কি হবে, আমারা যে গাড়ি চালাচ্ছিলাম
তা আর চলবেনা৷ পথেই থেমে যাবে৷ তাহলে বুঝ অবস্থা৷ এটা সোলার গাড়ির একটা
প্রধান সমস্যা৷ এই সমস্যা সমাধানের জন্য সাধারণত একটা পদ্ধতি গ্রহণ করা
হয়ে থাকে৷ সাধারণ সোলার গাড়িতে ব্যাটারি সংযোগ করে তাতে বিদু্যত শক্তি
জমিয়ে রাখা হয়৷
No comments:
Post a Comment