www.drike.webs.com

http://www.drike.webs.com

Wednesday, 13 March 2013

শব্দকে এক দিকে প্রবাহিত করার সফল প্রচেষ্টা

যদি এমন হয় যে ঘরের মধ্যে একটি ব্যান্ড সঙ্গিত চলে এবং বাইরের লোকজন এটা শোনবে না তবে বাইরের লোকে  যা বলবে তা সেই ঘরের লোক জন শোনতে পারবে তাহলে কেমন হয়? শব্দের একমুখি প্রবাহের এরকম ধারণা নিয়েই কাজ করে যাচ্ছেন ইটালীর দুইজন বিজ্ঞানী। তারা প্রমান করতে সক্ষম হন যে শব্দকে ইচ্ছানুযায়ী পরিচালনা করা যায়।

r762732_6425930
শব্দ গবেষকদল এর জন্য একধরনের লেয়ার তৈরী করেছেন যাতে শব্দ প্রবেশ করে এবং তা প্রতিধ্বনিত হয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। কিন্তু অপর দিকে থেকে আসা শব্দ সহজেই প্রবেশ করতে পারে।
ইনসার্ভিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান কেসেটি জানান, এই ডিভাইজ বিভিন্ন ক্ষেত্রে ব্যপকভাবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তিনি এটাকে শব্দ ডায়োড বলে আক্ষায়িত করেন। বিভিন্ন বাদ্যযন্ত্রেও এটার ব্যবহার হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তার মতে,
The question is if that same nonlinearity can be created in acoustics,It’s perhaps less easy, but there are some attempts in the literature and I think it’s something that’s already being realized.

No comments:

Post a Comment