www.drike.webs.com

http://www.drike.webs.com

Sunday, 24 March 2013

প্লুটো এবং গ্রহ-বিতর্কের অবসান

আমেরিকান মহাকাশ পর্যবেক্ষক ক্লাইড টমবগের (Clyde William Tombaugh) ডায়রী থেকে উদ্ধৃত করেই শুরু করি:
জানুয়ারি ২৩: লওয়েল অবযারভেটরিতে (Lowell Observatory) যোগদান করলাম, যেখানে আমরা [প্রতীকি নাম] x [এক্স]-নামক নবম একটি গ্রহ খুঁজছি।
এখানকার দূরবিক্ষণ যন্ত্র (telescope) অবশ্যই বিশাল; খামারের যন্ত্রপাতি আর গাড়ির যন্ত্রাংশে তৈরি আমার নিজের বানানো [দূরবিক্ষণের] প্রতিফলককে হারিয়ে দিবে এটি [নিশ্চিত]। [নক্ষত্রপুঞ্জ] মিথুনের একাংশের এক ঘণ্টার ছবি নিলাম।
জানুয়ারি ২৯: একই অংশের আরো একটি ছবি নিলাম। [আমার] বস্‌ ছবিগুলো দেখলেন, কিন্তু ঐ লেপটানো আলোময় ছবিগুলোতে তিনি আকর্ষণীয় কিছুই দেখলেন না।
ফেব্রুয়ারি ১৮: চারটার সময় গতমাসে নেয়া দুটো ছবি তুলনা করলাম। বেশ অনুজ্জ্বল একটা আলোকে খেয়াল করলাম, সেটা একটা জায়গায় এক ইঞ্চির আট ভাগের মতো সরে গেছে। আমার উত্তেজনা ধরে রাখা দায়, তবে আমাকে নিশ্চিত হতে হবে।
মার্চ ১৩: ওটা একটা গ্রহ!
(যন্ত্র: ১৩-ইঞ্চি দূরবিক্ষণ যন্ত্র, পলক তুলক (Blink comparator) নামক বিশেষ ধরণের দূরবিক্ষণ; পর্যবেক্ষণস্থল: মিথুন নক্ষত্রপুঞ্জ; স্থান: ফ্ল্যাগস্টাফ, এরিযোনা, যুক্তরাষ্ট্র; সময়কাল: ১৯৩০ খ্রিস্টাব্দ)

No comments:

Post a Comment