www.drike.webs.com

http://www.drike.webs.com

Wednesday, 13 March 2013

পানি সমৃদ্ধ নতুন গ্রহ সুপার আর্থস

আমাদের সৌরজগতের খুব কাছে পানি সমৃদ্ধ এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, পৃথিবীর মতো প্রানী বসবাসের উপযুক্ত এ গ্রহটি। পৃথিবীতে থেকে ৪০ আলোকবর্ষ দূরের এই গ্রহটি আমাদের সূর্যের চেয়ে অপেক্ষাকৃত ছোট লোহিত বর্ণের এক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। নতুন এ গ্রহটির নাম দেওয়া হয়েছে “জি জে ১২১৪বি”।

সৌর জগতের বাইরে এবং অনেক বেশি দূরত্বে থাকার কারনে অনেক তথ্যই অনুসন্ধান সম্ভব হয় নি তার পরেও ধারণা করা হচ্ছে-এটি পৃথিবী থেকে ২.৭ গুন বড় এবং ভর সাড়ে ৬ গুন বেশি। এ গ্রহের তিন-চতুর্থাংশ পানি ও বরফ এবং বাকি একাংশ পাথুরে শিলায় গঠিত। বিজ্ঞানীরা বলেছেন, এটি পানি সমৃদ্ধ সুপার আর্থস। গ্রহটি যে নক্ষত্রকে ঘিরে ঘুরছে তার উপরি ভাগের তাপমাত্রা ২৭০০ ডিগ্রি সেলসিয়াস। নক্ষত্র থেকে এর দূরত্ব ১৩ লাখ মাইল। হিসাব করে দেখা গেছে, এ দুরত্বে থাকা গ্রহটির বায়ুমন্ডলের তাপমাত্রা হবে ২০০ ডিগ্রি সেলসিয়াস।নক্ষত্র থেকে এর দূরত্ব ১৩ লাখ মাইল।
এটি নিয়ে এ পর্যন্ত মোট দুটি গ্রহ পাওয়া গেল পৃথিবীর মতো। অন্য গ্রহটির সন্ধান পাওয়া গিয়েছিল অক্টোবর ২০০৯ সালে। এর অবস্থান পৃথিবী থেকে ১৫০ আলোকবর্ষ দূরে পেগাসাস নক্ষত্রপুঞ্জে। জি জে ১২১৪ গ্রহটি প্রতি ৩৮ ঘন্টায় একবার তার নক্ষত্রের চারপাশ ঘুরে আসে। গ্রহটির দেখত অনেকটা নিচের মতো হতে পারে-

No comments:

Post a Comment