মনটা ভীষণ উড়ু উড়ু, আমি যেন উড়ো পাতা,
ঝাউবনের কান্না শুনি বুকের মধ্যে সারা দুপুর-
উড়তে উড়তে কোথায় যাবো, ঠিকানা ঠিক কোথায় পাবো
নাকি শেষে হারিয়ে যাবো,
এই আমি এই উড়ো পাতা, উড়ো পাতা!
মনটা ভীষণ উড়ু উড়ু টেবিলে বই, লেখার কাগজ
ঝড় বয়ে যায় মনের ভেতর; সব উড়ে যায়
আমিও যাই
মনটা ভীষণ উড়ু উড়ু শালবনে
কার ছায়া দেখি-
লোকাল ট্রেনে যাচ্ছি কোথায়!
আমার এখন মনে পড়ে তোমার চোখে বৃষ্টি নামা,
তবু উড়ু উড়ু এই দুপুরে মধুপুরে হয় না নামা।
মনটা ভীষণ উড়ু উড়ু, আমি যেন উড়ো পাতা,
ঝাউবনের কান্না শুনি বুকের মধ্যে সারা দুপুর-
উড়তে উড়তে কোথায় যাবো, ঠিকানা ঠিক কোথায় পাবো
নাকি শেষে হারিয়ে যাবো,
এই আমি এই উড়ো পাতা, উড়ো পাতা!
মনটা ভীষণ উড়ু উড়ু টেবিলে বই, লেখার কাগজ
ঝড় বয়ে যায় মনের ভেতর; সব উড়ে যায়
আমিও যাই
মনটা ভীষণ উড়ু উড়ু শালবনে
কার ছায়া দেখি-
লোকাল ট্রেনে যাচ্ছি কোথায়!
আমার এখন মনে পড়ে তোমার চোখে বৃষ্টি নামা,
তবু উড়ু উড়ু এই দুপুরে মধুপুরে হয় না নামা।
ঝাউবনের কান্না শুনি বুকের মধ্যে সারা দুপুর-
উড়তে উড়তে কোথায় যাবো, ঠিকানা ঠিক কোথায় পাবো
নাকি শেষে হারিয়ে যাবো,
এই আমি এই উড়ো পাতা, উড়ো পাতা!
মনটা ভীষণ উড়ু উড়ু টেবিলে বই, লেখার কাগজ
ঝড় বয়ে যায় মনের ভেতর; সব উড়ে যায়
আমিও যাই
মনটা ভীষণ উড়ু উড়ু শালবনে
কার ছায়া দেখি-
লোকাল ট্রেনে যাচ্ছি কোথায়!
আমার এখন মনে পড়ে তোমার চোখে বৃষ্টি নামা,
তবু উড়ু উড়ু এই দুপুরে মধুপুরে হয় না নামা।
No comments:
Post a Comment