
www.drike.webs.com
http://www.drike.webs.com
Saturday, 20 July 2013
Dancing light.
Description.
Here is a simple dancing light circuit based on NE555
(IC1) & CD4017 (IC2) . The IC1 is wired as an astable multivibrator
to provide the clock pulses for the CD4017. For each clock pulse
receiving at the clock input (pin14) of IC CD4017, the outputs Q0 to Q9
(refer pin diagram of CD 4017) becomes high one by one alternatively.
The LEDs connected to these pins glow in the same fashion to give a
dancing effect. The speed of the dancing LEDs depend on the frequency of
the clock pulses generated by the IC1.
Friday, 19 July 2013
বাস্তব সম্মত কৃত্রিম গাছের পাতার আত্নপ্রকাশ
অতি সাম্প্রতিক আমেরিকান কেমিক্যাল সোসাইটি- ক্যালিফোর্নিয়া এর জাতীয়
সমাবেশে MIT র প্রফেসর ড্যানিয়েল নসেরা (Professor Daniel Nocera) দাবি
করেন যে, তারা কৃত্রিম গাছের পাতা তৈরিতে সফল হয়েছেন। যা সম্পূর্ন রূপে
সুস্থিত এবং স্বল্প মূল্যের কাঁচা মাল থেকে তৈরি। এবং এই কৃত্রিম গাছের পাতা আমাদের প্রাকৃতিক গাছের পাতার মতনই সালোকসংশ্লেষন করতে সক্ষম।
যেভাবে খুঁজে পাবেন ফেসবুক গ্রুপ ক্রিয়েটর এবং তার আইডি
ফেসবুকের অনেক গুলো ফিচারের মধ্যে
ইউজারনেম ফিচারটি অনেক জনপ্রিয়। এটির রিলিজ হবার পর থেকে প্রায় সকল
ব্যবহারকারী তাদের পছন্দের নাম দিয়ে তার নিজের প্রোফাইল ইউআরএল অথবা গ্রুপ
ইউআরএল অথবা পেজ ইউআরএল পরিবর্তন করে নিয়েছেন। কিন্তু
সমস্যা হল কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আপনার নিজ ফেসবুক প্রোফাইল আইডি অথবা
গ্রুপ আইডি অথবা পেজ আইডি(রেজিস্টার করার পরপরই যে ইউআরএল আইডি পেয়েছেন
সেটি) জানতে হবে।
বাংলা বর্ণমালার ইতিহাস
বিদ্যাসাগরের
বর্ণ পরিচয়
বাঙালির শিক্ষা-দীক্ষার পটভূমি বিচার করলেই বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের
গুরুত্ব স্পষ্ট হয়ে উঠবে। মুকুন্দরামের চন্ডীমঙ্গল কাব্যে বর্ণিত
শ্রীমন্তের শিক্ষারম্ভ থেকে আমরা অন্তত ষোড়শ শতকের বাংলায় শিশুর শিক্ষার
সূচনাপর্বের একটা চিত্র পেয়ে যাই। পাঁচ বছরের শিশুকে গুরুর পাঠশালায়
হাতেখড়ি দেওয়া হতো এবং সেখানে এই শিশু শিক্ষার্থী গুরুর কাছে মুখে মুখে
এবং হাতে লেখা পুথি থেকে ভাষা, নীতি এবং জমিজমা ও ব্যবসা সংক্রান্ত হিসাব-
নিকাশ, বাক্য, শ্লোক ইত্যাদি পড়ত, মূলত মুখস্থ করত। মুদ্রণযন্ত্র স্থাপিত
হওয়ার পর প্রথম একটি বাধা ছিল পাশ্চাত্যের যন্ত্রে মুদ্রিত
Wednesday, 17 July 2013
Mobile cellphone charger
While travelling charging of mobile battery is great problem because
power supply source is not generally accessible. Here is a simple
project using very common electronics components for charging mobile
battery using AA cells.
Circuit descriptions of mobile cellphone charger
Monday, 24 June 2013
সিমবিয়ান ফোনের ডিসপ্লেকে ল্যান্ডস্কেপ ভিউতে দেখুন
শুধুমাত্র Symbian OS v9.4, Series 60 rel. 5 -এর সেটগুলোর ডিসপ্লেকে
ল্যান্ডস্কেপে পরিণত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার উপহার দেব।
এইরকম একটা অপশন টা সেটের মধ্যে দেয়াই আছে। কিন্তু সেই অপশনটা স্থায়ী না
অর্থাৎ আপনি যখন সেটটিকে ল্যান্ডস্কিপ করবেন
তখন ল্যান্ডস্কিপ হবে আর যখন পোর্টরেইট করবেন তখন পোর্টরেইট হবে। আর এই
সফট্ওয়ারটির সাহায্যে আপনি সেটটিকে সবসময়ের জন্য ল্যান্ডস্কিপ (640 x 360
pixels) থাকবে। আপনি চাইলে আবার পোর্টরেইটও (360 x 640 pixels) করতে
পারবেন।
Physics Equations
Angular motion
Equations of angular motion are relevant wherever you have rotational motions around an axis. When the object has rotated through an angle of θ with an angular velocity of ω and an angular acceleration of α, then you can use these equations to tie these values together.
You must use radians to measure the angle. Also, if you know that the distance from the axis is r, then you can work out the linear distance traveled, s, velocity, v, centripetal acceleration, ac, and force, Fc. When an object with moment of inertia, I (the angular equivalent of mass), has an angular acceleration, α, then there is a net torque Στ.
The Universal Law of Gravitation
Sir Isaac Newton: The
Universal Law of Gravitation
![]() |
What Really Happened with the Apple?
Probably the more correct version of the story is that Newton, upon observing an apple fall from a tree, began to think along the following lines: The apple is accelerated, since its velocity changes from zero as it is hanging on the tree and moves toward the ground. Thus, by Newton's 2nd Law there must be a force that acts on the apple to cause this acceleration. Let's call this force "gravity", and the associatedSunday, 23 June 2013
তৈরি করুন একটি আকর্ষণীয় ইমেজ গ্যালারী
আমরা পোর্টফোলিও সহ বিভিন্ন ধরণের ওয়েব সাইটে ইমেজ গ্যালারি দেখে থাকি। এ
সব ইমেজ গ্যালারিতে বিধিন্ন ইফেক্ট, এনিমেশন ইত্যাদির মাধ্যমে ইমেজকে
উপস্থাপনা করা হয়। এ কাজের জন্য সচরাচর ফ্লাশে তৈরি এনিমেশন ব্যবহার করা হয়
অথবা জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরির মত জটিল
প্রোগ্রামিং কোড ব্যবহার করা হয়। আজ আমরা শুধুমাত্র সহজ HTML এবং CSS
ব্যবহার করে একটা আকর্ষণীয় ইমেজ গ্যালারি তৈরি করা যায় তা দেখব।
একবার দেখে নেয়া যাক আমরা কি তৈরি করতে যাচ্ছি…………….
একবার দেখে নেয়া যাক আমরা কি তৈরি করতে যাচ্ছি…………….
ভাসমান শহরে স্বপ্নের বসবাস
যদি এমন হতো, একটি পূর্ণাঙ্গ ভাসমান বাড়ি সাথে নিয়ে আপনি ভেসে
বেড়াচ্ছেন আটলান্টিক মহাসাগরে! কিংবা, আপনার ড্রইংরুমের জানালা দিয়ে দেখা
যাচ্ছে প্যারিস নগরী! অথবা, ভিয়েতনামের সুবিখ্যাত উপসাগর হা লং বেতে
নিজের বারান্দায় বসে প্রিয় মানুষের হাতে হাত রেখে ভিজছেন ভিনদেশী জোৎস্নায়! কেমন লাগবে আপনার?


সময়ের চেয়ে পুরানো ব্ল্যাক হোল আবিষ্কার
আমাদের এ মহা বিশ্ব সৃষ্টি হয় আনুমানিক সারে তের বিলিয়ন বছর আগে বিগ
ব্যাঙ এর মাধ্যমে । বিগ ব্যাঙ এর ধারনাটা অনেক টা এরকম- মহা বিশ্ব জন্মের
আগে খুবই কম আয়তনের এবং বেশি ঘনত্বের এবং অনেক বেশি তাপমাত্রার ক্ষুদ্র
একটি বস্তু ছিল যাতে বিষ্ফোরণ ঘটে এবং সেই
বিষ্ফোরনের মাধ্যমে নক্ষত্ররাজী, গ্রহ উপগ্রহ ইত্যাদির সৃষ্টি হয় এবং দিন
দিন এই মহা বিশ্ব সম্প্রসারিতই হচ্ছে। কুইন মেরী বিশ্ববিদ্যালয়ের বার্ণাড
কার ও ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের এলান কলে এই সিদ্ধান্তে উপনিত হন যে এই বিগ
ব্যাঙ এর আগেও অন্য কোন মহাবিশ্বের উপস্থিতি ছিল। সেখানকার ব্লাক হোল অন্য
কোন বিগ ব্যাঙ এর মাধ্যমে সৃষ্টি হয়েছে যা আমাদের মহাবিশ্বের চেয়ে পুরানো।
মহাকাশের বিস্ময় কোয়েসার
বিজ্ঞানের অনেক কিছু আবিস্কারের পর আমরা এখন জানি যে,মহাবিশ্বর চারপাশের
অসংখ্য জ্যেতিস্ক থেকে নানা রকম বিকিরন ছড়িয়ে পরছে। যাদের তরংগ দৈর্ঘ্য
কয়েক কিঃমিঃ থেকে শুরু করে এক সেঃমিঃ এর হাজার কোটি ভাগের চেয়ে ও ছোট হতে
পারে। এই বিরাট বিস্তারের মাঝখনে যেটুকু
বিকিরনের দৈর্ঘ্য 0.4 থেকে 0.7 মাইক্রন মাপের মধ্যে (1micron=1/1000mm)।
অনেক জ্যেতিস্ক আছে যার থেকে নির্গত দৃশ্য আলো আমাদের কাছে অতি ক্ষীন ভাবে
পৌছায়।
Wednesday, 5 June 2013
Basic Concepts Of Physics
Physical quantity, units and dimensions
Physical quantity: A quantity
that can be measured by instrument, clearly defined and has proper units
is called physical quantity. Physical quantities are classified as fundamental and derived quantities.
Fundamental units: The physical quantity which
does not depend on any other physical quantity is called a fundamental
physical quantity such as length; mass and time are called fundamental
units.
Frequently Used Equations
Mechanics
velocity | acceleration | equations of motion | newton's 2nd law | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
v = v0 + at | ∑ F = m a | ||||||
x = x0 + v0t + ½at2 |
|
||||||||
|
|
v2 = v02 + 2a(x − x0) | |||||||
v = ½(v + v0) |
Tuesday, 4 June 2013
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥
Sunday, 28 April 2013
কুইক ম্যাথ
যদি আপনাকে প্রশ্ন করি ১১১১১১ (ছয়টি ১)এর বর্গ কত? ক্যালকুলেটার ছাড়া
উত্তর দিতে কতক্ষণ লাগবে? আমি আপনাকে খুবই সহজ একটি উপায় বাতলে দিতে পারি,
যার সাহায্যে ক্যালকুলেটার ছাড়াই ঝটপট এর উত্তর বলে দিতে পারবেন।
প্রথমেই গুণে ফেলুন কটি ১ আছে (ছয়টি)।
এবার ১ থেকে ৬ পর্যন্ত লিখুন, এবং সেই ছয় থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১।
এটাই উত্তর।
যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, ১ থেকে ৯ পর্যন্ত লিখুন, এবং সেই ৯ থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১।
বর্গ করা হয়ে গেলো।
এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিট্টে ১ থাকলে ঝটপট তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবেন।
প্রথমেই গুণে ফেলুন কটি ১ আছে (ছয়টি)।
এবার ১ থেকে ৬ পর্যন্ত লিখুন, এবং সেই ছয় থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১।
এটাই উত্তর।
যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, ১ থেকে ৯ পর্যন্ত লিখুন, এবং সেই ৯ থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১।
বর্গ করা হয়ে গেলো।
এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিট্টে ১ থাকলে ঝটপট তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবেন।
Saturday, 27 April 2013
কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল
☼ কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল [Copper Sulphate, CuSO4, 5H2O]:-
কেলাস-জলযুক্ত কিউপ্রিক সালফেটকে ব্লু-ভিট্রিয়ল বলে । ব্লু-ভিট্রিয়ল সাধারণভাবে তুঁতে নাম পরিচিত । এর রাসায়নিক সংকেত CuSO4, 5H2O ।
কেলাস-জলযুক্ত কিউপ্রিক সালফেটকে ব্লু-ভিট্রিয়ল বলে । ব্লু-ভিট্রিয়ল সাধারণভাবে তুঁতে নাম পরিচিত । এর রাসায়নিক সংকেত CuSO4, 5H2O ।
Nitrogen ( নাইট্রোজেন )
নাইট্রোজেন (N2)
Nitrogen
সাধারণ বৈশিষ্ট
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা: নাইট্রোজেন, N, 7
উচ্চারণ : NYE-tro-jin
রাসায়নিক শ্রেণী: nonmetal
শ্রেণী, পর্যায়, ব্লক : 15, 2, p
পারমাণবিক ওজন : 14.0067(2)
ইলেকট্রন বিন্যাস : 1s2 2s2 2p3
শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা : 2, 5
Nitrogen
সাধারণ বৈশিষ্ট
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা: নাইট্রোজেন, N, 7
উচ্চারণ : NYE-tro-jin
রাসায়নিক শ্রেণী: nonmetal
শ্রেণী, পর্যায়, ব্লক : 15, 2, p
পারমাণবিক ওজন : 14.0067(2)
ইলেকট্রন বিন্যাস : 1s2 2s2 2p3
শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা : 2, 5
হুমায়ুন আহমেদের বিখ্যাত উক্তি
লেখক: হুমায়ূন আহমেদ : আসলে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা
কোনো কিছুতেই তৃপ্ত নয়। কিন্তু আমি খুব অল্পতেই তৃপ্ত। অতৃপ্তি ব্যাপারটা
আমার মধ্যে নেই। আর যখন যে কাজটা করি সেটাতেই আমি সবচেয়ে বেশি তৃপ্ত হই।
আমি যে ছবিটা বানালাম আমার কাছে মনে হয় এটাই আমার সেরা কাজ। সেরা বইয়ের
ক্ষেত্রে প্রতিটা নতুন কাজ আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। আমার অতৃপ্তি নেই।
মেবি আমি ক্রিয়েটিভ লোক না। কারণ শুনেছি ক্রিয়েটিভ লোকদের তৃপ্তি থাকতে হয় না, অতৃপ্তি থাকতে হয়।০০০০০০
মৃত্যুঃ এবং হুমায়ুন আহমেদ এর কিছু উক্তি
মৃত্যু নিয়ে হুমায়ুন আহমেদ স্যার এর বই এর কিছু লাইন -
১)মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার।নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার।(দেবী।পৃ:৪৮)
১)মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার।নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার।(দেবী।পৃ:৪৮)
হুমায়ূন আহমেদ স্যারের লেখা
হুমায়ূন আহমেদ স্যারের লেখা পড়তাম! আর অবাক লাগতো...একটা মানুষ কি ভাবে
আরেকটা মানুষের চিন্তার বর্হি প্রকাশ এতো সুন্দর করে বলতে পারে?? উনাকে
সত্যি কারের একজন শব্দ জাদুকর মনে হয়। এতো মায়া নিয়ে কেউ কখনো লিখছে বলে
আমার জানা নেই। বিশেষ করে উনার উক্তি গুলা মনে হয় নিজেরি চিন্তার
প্রতিফলন......
Sunday, 21 April 2013
রসায়নের রস মনে রাখার কিছু সহজ উপায়
গ্রুপ 1A- H Li Na K Rb Cs Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
Sunday, 31 March 2013
!দোতলার ল্যান্ডিং মুখোমুখি দুজন!~ #আহসান হাবিব#
মুখোমুখি ফ্ল্যাট
একজন সিঁড়িতে, একজন দরজায়
: আপনারা যাচ্ছেন বুঝি ?
: চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব ।
Sunday, 24 March 2013
প্লুটো এবং গ্রহ-বিতর্কের অবসান
আমেরিকান মহাকাশ পর্যবেক্ষক ক্লাইড টমবগের (Clyde William Tombaugh) ডায়রী থেকে উদ্ধৃত করেই শুরু করি:
জানুয়ারি ২৩: লওয়েল
অবযারভেটরিতে (Lowell Observatory) যোগদান করলাম, যেখানে আমরা [প্রতীকি
নাম] x [এক্স]-নামক নবম একটি গ্রহ খুঁজছি।
Wednesday, 13 March 2013
নীহারিকার আদি অন্ত
মেঘ মুক্ত রাতে আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক অস্পস্ট আলোর
ছোপ এবং বিক্ষিপ্ত ভাবে কিছু অন্ধকার জায়গা, এগুলো হলো নীহারিকা (Nebula)।
ফরাসী জ্যের্তিবিদ চার্লস মেসিয়ার যার গবেষনার বিষয় ছিল ধূমকেতু। এই
ধূমকেতু বিষয়ে তার গবেষনার সন্দেহ দুর করার
জন্য তিনি এই নীহারিকাদের একটি তালিকা তৈরী করেছিলেন।এই তালিকা থেকে আমরা
দেখতে পাই এইরকম 103 টি নীহারিকা আছে।যে গুলো বর্তমানে এম ( M) অক্ষর দিয়ে
প্রকাশ করা হয়।(পরবর্তীতে আরো অনেক নতুন তালিকা তৈরী করা হয়েছে, যেমন এন
জি সি (NGC), কল্ডওয়েল ক্যাটালগ ইত্যাদি)।
এর মধ্যে সবগুলোই আমাদের ছায়াপথের নীহারিকা নয়,অন্য ছায়াপথে
এর মধ্যে সবগুলোই আমাদের ছায়াপথের নীহারিকা নয়,অন্য ছায়াপথে
পানি সমৃদ্ধ নতুন গ্রহ সুপার আর্থস
আমাদের সৌরজগতের খুব কাছে পানি সমৃদ্ধ এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, পৃথিবীর মতো প্রানী
বসবাসের উপযুক্ত এ গ্রহটি। পৃথিবীতে থেকে ৪০ আলোকবর্ষ দূরের এই গ্রহটি
আমাদের সূর্যের চেয়ে অপেক্ষাকৃত ছোট লোহিত বর্ণের এক নক্ষত্রকে কেন্দ্র করে
ঘুরছে। নতুন এ গ্রহটির নাম দেওয়া হয়েছে “জি জে ১২১৪বি”।
মহাকাশে রয়েছে অসংখ্য ছন্নছাড়া গ্রহ

বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিশ্বাস করতেন মহাকাশে অনেক গ্রহই থাকতে পারে যারা কোন নক্ষত্রকে কেন্দ্র করে না ঘুরে ভাসমান ভাবে আছে। এসব গ্রহ কোন নির্দিষ্ট নক্ষত্র পরিবারের অন্তর্গতও বলা যায় না। মূলতঃ বিভিন্ন সময় বিভিন্ন মহাকর্ষ বলের প্রভাবে এসব গ্রহ বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। তবে এ বিষয়টি একটি ধারণা হিসেবেই ছিল।
বাস থেকে লাফ কি সামনে দিবেন? না পিছনে?
আমাদের বাসে চড়ার অভিজ্ঞতা বেশ জোরালো। ১, ২, ৬, ১০ নম্বর সহ যে কত
রুটের বাসে যে আমরা প্রতিদিন চড়ি। তাই সকলেই জানি যে বাস থেকে নামতে হয়
কিভাবে। এমনকি বাসের নিরক্ষর কন্ডাক্টর ও নামার সময় বলে সাবধান করে দেয়।
যারা পদার্থবিজ্ঞান একটু আধটু পড়েছেন আমার মত
তারা সকলেই জানেন যে ব্যাপারটা ঘটে কি প্রক্রিয়ায়। আমিও কলেজে ফাঁকি দিয়ে
পড়েছি বেশিদিন হয়নি। ঘটনার সত্যিকারের তাৎপর্য ওইদিন ক্লাসের বেঞ্চে বসে না
বুঝাতে আজ আরও একটুখানি বিস্তৃতভাবে জানার জন্য অনেক গভীরে যেতে হল।
শব্দকে এক দিকে প্রবাহিত করার সফল প্রচেষ্টা
যদি এমন হয় যে ঘরের মধ্যে একটি ব্যান্ড সঙ্গিত চলে এবং বাইরের লোকজন এটা
শোনবে না তবে বাইরের লোকে যা বলবে তা সেই ঘরের লোক জন শোনতে পারবে তাহলে
কেমন হয়? শব্দের একমুখি প্রবাহের এরকম ধারণা নিয়েই কাজ করে যাচ্ছেন ইটালীর
দুইজন বিজ্ঞানী। তারা প্রমান করতে সক্ষম হন যে শব্দকে ইচ্ছানুযায়ী পরিচালনা করা যায়।
প্যারাশুট আবিস্কারের ইতিহাস, এর গঠন এবং কার্যপ্রনালী
প্যারাশুট এক ধরনের বস্তু যা পড়ন্ত বা ছুটন্ত অপর কোন ব্যক্তি বা বস্তুর
গতি কমাতে সাহায্য করে। এটি সাধারনত উচ্চতা থেকে নিরাপদে ভূমিতে অবতরনের
জন্য ব্যবহৃত হয়। এছাড়াও ভূমির সমতলে দ্রুতগতি সম্পন্ন কোন যানবাহনের গতি
কমানোর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। প্যারাশুট শব্দটি
একটি ফরাসি শব্দ থেকে থেকে এসেছে যার মধ্যে ‘প্যারা’ একটি ল্যাটিন উপসর্গ
যার অর্থ ‘বিপরীতে’ বা ‘বিরুদ্ধে’। আর ‘শুট’ শব্দাংশটি একটি ফরাসি শব্দ যার
অর্থ ‘পড়া’। পুরো অর্থ দাড়াচ্ছে ‘পড়ার বিরুদ্ধে’। উঁচু থেকে কোন কিছুর
দ্রুত পতন রোধ করাই মূলত এর কাজ।
পিস্তলের সাইলেন্সার যেভাবে কাজ করে

Tuesday, 12 March 2013
ইন্টিগ্রেশন সহজ করার উপায়
ক্যালকুলাস কি?
ক্যালকুলাস আসলে অ্যাডভান্সড বীজগণিত এবং জ্যামিতির এক অসাধারণ সমন্বয়। গণিতের পরিপ্রেক্ষিতে বলা যায় এটা কোন নতুন বিষয় বা সাবজেক্ট নয়। ক্যালকুলাসে সাধারণ বীজগণিতীয় এবং জ্যামিতিক সূত্রাবলি ব্যবহৃত হয় কিন্তু ক্যালকুলাসের সমস্যাগুলি অবশ্যই বীজগণিত এবং জ্যামিতির চেয়ে আলাদা ও একটু জটিল। যেখানে বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতির শেষ সেখান থেকেই ক্যালকুলাসের শুরু।Sunday, 10 March 2013
ফোল্ডার বা ড্রাইভকে লক করুন কোন সফট ছাড়াই
কাজের কথায় আসি।প্রথমে আমাদের সব ড্রাইভকে এন টি এফ এস করতে হবে। সাধারনত
অনেকের ড্রাইভ ফ্যাট ৩২ তে থাকে ।আপনারা জানেন যে ফ্যাট ৩২’র থেকে এন টি এফ
এস এ ডাটা বেশি সুরক্ষিত থাকে। যারা ফ্যাট ৩২ ব্যবহার করেন তারা হিডেন
ফাইল সো করে তারপর
(1)Hide extensions ও(2)Hide protected থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Apply এবং ok করুন ।
এবার সিষ্টেম ইনফরমেশনে প্রবেশ করুন ।দেখবেন সহজেই ঢুকতে পারছেন। কিন্তু যদি আপনি এন টি এফ এস ব্যবহার করতেন তাহলে ঢুকতে পারতেন না ।অনেক ভাইরাস সিষ্টেম ইনফরমেশনকেই নিরাপদ স্থান মনে করে । আপনি এই কাজটি পার্টিসন ম্যাজিক সফটওয়ার দিয়ে করতে পারেন ।অথবা নিচের পদ্ধতিটি দেখতে পারেন ।
ধরি আপনার পেন ড্রাইভ k,তাহলে প্রথমে একটি নোট প্যাড ওপেন করি এবং তাতে convert k: /FS:NTFS লিখে k.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।দেখবেন পেন ড্রাইভের কোন ডাটা মুছেনি শুধু ফ্যাট ৩২ থেকে এন টি এফ এস হয়ে গেছে।এভাবে আপনার অন্যান্য ড্রাইভ গুলোকে পরিবর্তন করে নিন।
convert c: /FS:NTFS লিখে c.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।
convert d: /FS:NTFS লিখে d.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।
convert e: /FS:NTFS লিখে e.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।
আমাদের কাজ প্রায় শেষের দিকে।এবার NTFS কৃত ড্রাইভের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান দেখবেন সিকিউরিটি বলে কোন ট্যাব নাই।
সিকিউরিটি ট্যাব আনতে আমাদের যা করতে হবে।folder options থেকে view tabএ যান এবংuse simple file sharing থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Apply এবং ok করুন । এবার NTFS কৃত ড্রাইভের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান দেখবেন সিকিউরিটি ট্যাব আছে। এবার যে ড্রাইব বা ফোল্ডার লক করবেন তার প্রোপার্টিজ এ যান এবং সিকিউরিটি ট্যাবে ক্লিক করুন দেখবেন Allow এবং Deny লেখা দেখতে পাবেন। এবার Allow থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Deny তে টিক চিহ্ন দিন ব্যাস কাজ শেষ। এবার দেখুন সেই ড্রাইব বা ফোল্ডারটি লক হয়ে গেছে। যাতে অন্যরা সিকিউরিটি ট্যাব না পায় সে জন্য folder options থেকে view tab এ যান এবং use simple file sharing এ টিক চিহ্ন দিয়ে Apply এবং ok করুন।কোন ফোল্ডার কে যখন লক করতে চাইবেন আপনারা দেখবেন Allow এর সব বক্সে টিক চিহ্ন আছে শুধু special permissions বক্সে টিক চিহ্ন নাই । মোট কথা যা আছে তাই থাক ।তবে আমি বলবো লক করার জন্য শুধু মাত্র Deny এর Read বক্সে টিক চিহ্ন দিন ।এবার Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন। ফোল্ডারটি লক হয়ে যাবে । আবার যখন আনলক করবেন তখন Deny এর Read বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন ।এবার Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন। আর ড্রাইভ লক করার জন্য Allow থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে Deny তে সব টিক চিহ্ন দিন Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন ব্যাস কাজ শেষ।আর আনলক করার সময় Deny থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে Allow তে সব টিক চিহ্ন দিন Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন।
বি:দ্র: Group or user names: যা আছে তাই থাক না বুঝে কিছু করবেন না ।
SVN
(1)Hide extensions ও(2)Hide protected থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Apply এবং ok করুন ।
এবার সিষ্টেম ইনফরমেশনে প্রবেশ করুন ।দেখবেন সহজেই ঢুকতে পারছেন। কিন্তু যদি আপনি এন টি এফ এস ব্যবহার করতেন তাহলে ঢুকতে পারতেন না ।অনেক ভাইরাস সিষ্টেম ইনফরমেশনকেই নিরাপদ স্থান মনে করে । আপনি এই কাজটি পার্টিসন ম্যাজিক সফটওয়ার দিয়ে করতে পারেন ।অথবা নিচের পদ্ধতিটি দেখতে পারেন ।
ধরি আপনার পেন ড্রাইভ k,তাহলে প্রথমে একটি নোট প্যাড ওপেন করি এবং তাতে convert k: /FS:NTFS লিখে k.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।দেখবেন পেন ড্রাইভের কোন ডাটা মুছেনি শুধু ফ্যাট ৩২ থেকে এন টি এফ এস হয়ে গেছে।এভাবে আপনার অন্যান্য ড্রাইভ গুলোকে পরিবর্তন করে নিন।
convert c: /FS:NTFS লিখে c.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।
convert d: /FS:NTFS লিখে d.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।
convert e: /FS:NTFS লিখে e.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।
আমাদের কাজ প্রায় শেষের দিকে।এবার NTFS কৃত ড্রাইভের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান দেখবেন সিকিউরিটি বলে কোন ট্যাব নাই।
সিকিউরিটি ট্যাব আনতে আমাদের যা করতে হবে।folder options থেকে view tabএ যান এবংuse simple file sharing থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Apply এবং ok করুন । এবার NTFS কৃত ড্রাইভের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান দেখবেন সিকিউরিটি ট্যাব আছে। এবার যে ড্রাইব বা ফোল্ডার লক করবেন তার প্রোপার্টিজ এ যান এবং সিকিউরিটি ট্যাবে ক্লিক করুন দেখবেন Allow এবং Deny লেখা দেখতে পাবেন। এবার Allow থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Deny তে টিক চিহ্ন দিন ব্যাস কাজ শেষ। এবার দেখুন সেই ড্রাইব বা ফোল্ডারটি লক হয়ে গেছে। যাতে অন্যরা সিকিউরিটি ট্যাব না পায় সে জন্য folder options থেকে view tab এ যান এবং use simple file sharing এ টিক চিহ্ন দিয়ে Apply এবং ok করুন।কোন ফোল্ডার কে যখন লক করতে চাইবেন আপনারা দেখবেন Allow এর সব বক্সে টিক চিহ্ন আছে শুধু special permissions বক্সে টিক চিহ্ন নাই । মোট কথা যা আছে তাই থাক ।তবে আমি বলবো লক করার জন্য শুধু মাত্র Deny এর Read বক্সে টিক চিহ্ন দিন ।এবার Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন। ফোল্ডারটি লক হয়ে যাবে । আবার যখন আনলক করবেন তখন Deny এর Read বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন ।এবার Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন। আর ড্রাইভ লক করার জন্য Allow থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে Deny তে সব টিক চিহ্ন দিন Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন ব্যাস কাজ শেষ।আর আনলক করার সময় Deny থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে Allow তে সব টিক চিহ্ন দিন Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন।
বি:দ্র: Group or user names: যা আছে তাই থাক না বুঝে কিছু করবেন না ।
SVN
সোলার গাড়ি নিয়ে কিছু কথা
লিখেছেন SVN »
সোলার গাড়ি নিয়ে কিছু কথা "সোলার গাড়ি" কথাটি
তোমরা অনেকেই হয়তোবা শুনে থাকবে৷ কিংবা ছোটখাট খেলনার গাড়িতে তোমরা
হয়তোবা সেই ধরনের কিছু মডেল দেখে থাকবে৷ কিন্তু সোলার সেল আসলেই কি? তা
নিয়ে চল একটু জানা যাক৷ সৌরশক্তির গাড়ি নিয়ে কথা বলবার আগে একটু সৌর
শক্তি নিয়ে কথা না বললেই নয়৷ সৌর কোষ সূর্যের আলো থেকে শক্তি নিয়ে তা
বিদ্যুত শক্তিতে পরিণত করে৷ অনেক সময় তোমরা ক্যালকুলেটরে দেখতে পাবে তাতে
সৌরকোষ লাগান থাকে৷ এইরকম সৌরকোষের ক্যালকুলেটর কিংবা ঘড়িতে কোন ব্যাটারির
প্রয়োজন হয়না৷ কেননা ক্যালকুলেটর চালাতে যে শক্তির প্রয়োজন হয় তা
সৌরকোষ আলো থেকে সংগ্রহ করে৷ মনে করা যাক, সেইরকম সৌরকোষ অনেকগুলি একত্রে
সংযোগ করলে তা থেকে অনেক বিদ্যুত পাওয়া যেতে পারে যা দিয়ে গাড়ি চালান
সম্ভব হতে পারে৷ এইরকম ব্যাপারটি সম্ভব করে সোলার গাড়িতে৷ কিন্তু বাস্তবে
ব্যপারটি কঠিন৷ আসলে প্রধান সমস্যা হল সৌরকোষ আলো থেকে শক্তি সংগ্রহ করে
বলে মেঘলা দিনে কিংবা সন্ধ্যা বেলাতে যখন আলো কম তখন গাড়ি চালান সম্ভব হবে
না৷ মনে করা যাক, আমরা একটা সেরকম একটা সোলার গাড়ি নিয়ে বাহিরে কোথাও
ঘুরতে গেলাম৷ হটাত্ করে আবহাওয়া বদলে গেল, এমন তো হরেক সময়ই হয়ে থাকে৷
দেখা গেল, আকাশ মেঘে ঢেকে গেল৷ তাহলে কি হবে, আমারা যে গাড়ি চালাচ্ছিলাম
তা আর চলবেনা৷ পথেই থেমে যাবে৷ তাহলে বুঝ অবস্থা৷ এটা সোলার গাড়ির একটা
প্রধান সমস্যা৷ এই সমস্যা সমাধানের জন্য সাধারণত একটা পদ্ধতি গ্রহণ করা
হয়ে থাকে৷ সাধারণ সোলার গাড়িতে ব্যাটারি সংযোগ করে তাতে বিদু্যত শক্তি
জমিয়ে রাখা হয়৷
Tuesday, 29 January 2013
বাংলা করে ফেলুন Send To মেনু
উইন্ডোজের ফাইল-ফোল্ডারের নামগুলো তো খুব সহজেই বাংলা করে ফেলা যায়,
আপনি ইচ্ছে করলে Send To মেনুর তালিকাটাও বাংলা করে ফেলতে পারেন।
বাংলা করে ফেলুন Send To মেনু
উইন্ডোজের ফাইল-ফোল্ডারের নামগুলো তো খুব সহজেই বাংলা করে ফেলা যায়,
আপনি ইচ্ছে করলে Send To মেনুর তালিকাটাও বাংলা করে ফেলতে পারেন।
লুকিয়ে ফেলুন আপনার গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার
আমরা অনেকেই অনেক সময় আমাদের পিসির কিছু সেনসিটিভ জিনিস হাইড করে রাখতে
পছন্দ করি। যাতে কারো হাতেই না পড়ে। তবে উইন্ডোজের এই হাইড অপশনকে আনহাইড
করা বাচ্চাদের খেলা হয়ে গেছে।
ক্যালকুলেটরের ভিতরে লুকিয়ে রাখুন আপনার পিসির প্রয়োজনীয় ফাইল
এবার ক্যালকুলেটরে লুকিয়ে রাখা যাবে আপনার প্রয়োজনীয়
ফাইল বা ফোল্ডার। কি কথাটা বিশ্বাস হচ্ছে না।
কম্পিউটার এর DRIVE লুকিয়ে রাখুন!!
আমরা এর আগে কম্পিউটার এর ফোল্ডার কিভাবে লুকিয়ে রাখতে হয় তা
দেখেছি।কিন্ত আমাদের এরকম হাজার হাজার ফাইল থাকে যেগুলি private হিসেবে
রাখার ইচ্ছা থাকলেও সব গুলি আর hide করা যায় না।কিন্ত এমন যদি হয় আপনি
আপনার পুরো ড্রাইভটা কেই লুকিয়ে রাখলেন তাহলে কেমন হয়???
ফেলে দেয়া জিনিস দিয়ে তৈরি করুন ইউএসবি ফ্যান
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবার কাছেই কিছু না কিছু নস্ট
ইলেক্ট্রনিক্স পন্য থাকে।
Desktop 3D ওয়ালপেপার
যারা ডেস্কটপকে একটু ভিন্ন আমেজে সাজাতে চান তাদের জন্য দারুন দারুন কিছু
এ্যানিমেটেড ওয়ালপেপার শেয়ার করতে চাই। যা ব্যবহার করে আপনিও বেশ মজা
পাবেন। আমি যে এ্যানিমেটেড ওয়ালপেপার কথা বলছি সেটা পানিতে ভেসে বেড়াবে
আপনার ডেস্কটপ। কি বিশ্বাস হচ্ছে না, তাহলে ডাউনলোড লিঙ্ক পেতে এখান থেকে
ঘুরে আসুন ।
ফ্রী ডোমেইন রেজিস্ট্রেশন করুন .tk থেকে
আপনাদের অনেকে বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট ডেভেলপ করছেন। কিন্তু এর জন্য
প্রয়োজন ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং। যার জন্য সাধারনত টাকা প্রয়োজন হয়।
অনেকে আবার সাবডোমেইন ব্যবহার করেন। কিন্তু বেশিরভাগ
ক্ষেত্রে তা মন মতো হয় না। মনে হয় যে নিজের যদি একটা ডোমেইন থাকতো। আজ এমন
একটা সাইটের বিষয়ে লিখছি যেখান থেকে আপনি ফ্রী ডোমেইন রেজিস্ট্রেশন করতে
পারবেন। এটা হলো ডট টি কে ।
মজিলা ফায়ারফক্স কাস্টোমাইজ করার জন্য ২৫টি দারুন টিপস
মজিলা-ফায়ারফক্স ইউজাররা অ্যাডঅন ইনস্টল করতে অভ্যস্ত।
উইন্ডোজের সেরা ৯০টি ফ্রী সফটওয়্যার!
![]() | avast! Free Antivirus ভাইরাস এবং ট্রোজানের বিরুদ্ধে সুরক্ষা দিতে এক্সপার্ট। ডাউনলোড | ![]() | AntiVir Free Version লাইটওয়েট এবং সলিড। ভাল রেটিং আছে। দেখতেও মোটামুটি। ডাউনলোড |
![]() | Microsoft Security Essentials সিম্পল, হালকা পাতলা এবং হেভি প্রোটেক্টিভ একটা সুট। অনেকেই পেইড এন্টিভাইরাসগুলোর সাথে খুবই ভালভাবে পাল্লা দিতে সক্ষম। ডাউনলোড | ![]() | Comodo Internet Security ফ্রী সিকিউরিটি সুট, একই সাথে ফায়ারওয়াল এবং এন্টিভাইরাস প্রোটেকশন। ডাউনলোড |
![]() | AVG Antivirus Free Edition এভাস্ট এবং এভিরার মত ততটা ভাল না হলেও মোটামুটি চলনসই। আর সবচেয়ে জনপ্রিয় ফ্রী এন্টিভাইরাস। ডাউনলোড |
জীবন----মুহম্মদ কামরুল হাসান
জীবন মানে তো
বয়ে চলা নদীর স্রোত
আর সাগরের উত্তাল তরঙ্গ।
জীবন মানে তো
সর্বহারার বেঁচে থাকা
আর অদম্যের সুষ্পষ্ট কথা।
ভুল স্বর্গ --- রবীন্দ্রনাথ ঠাকুর
লোকটি নেহাত বেকার ছিল।
তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের।
ছোটো
ছোটো কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোটো ছোটো ঝিনুক সাজাত। দূর থেকে
দেখে মনে হত যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক; কিম্বা
এবড়ো-খেবড়ো মাঠ, সেখানে গোরু চরছে, কিম্বা উঁচুনিচু পাহাড়, তার গা দিয়ে ওটা
বুঝি ঝর্ণা হবে কিম্বা পায়ে-চলা পথ।
বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না।
২
পরী-রবীন্দ্রনাথ ঠাকুর
কুসমি বললে, তুমি বড্ড বানিয়ে কথা বল। একটা সত্যিকার গল্প শোনাও-না।
আমি বললুম, জগতে দুরকম পদার্থ আছে। এক হচ্ছে সত্য, আর হচ্ছে—আরও-সত্য। আমার কারবার আরো-সত্যকে নিয়ে।
দাদামশায়, সবাই বলে, তুমি কী যে বল কিছু বোঝাই যায় না।
আমি বললুম, কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ।
আরো-সত্যি কাকে বলছ একটু বুঝিয়ে বলো-না।
আমি বললুম, জগতে দুরকম পদার্থ আছে। এক হচ্ছে সত্য, আর হচ্ছে—আরও-সত্য। আমার কারবার আরো-সত্যকে নিয়ে।
দাদামশায়, সবাই বলে, তুমি কী যে বল কিছু বোঝাই যায় না।
আমি বললুম, কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ।
আরো-সত্যি কাকে বলছ একটু বুঝিয়ে বলো-না।
Sunday, 27 January 2013
একসাথে যুক্ত করুন আপনার একাধিক পিডিএফ ফাইল
PDF ফাইলের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি আমাদের অতি প্রয়োজনীয়
একটি ফাইল ফরম্যাট। অনেক সময় আমাদের একাধিক পিডিএফ ফাইলকে একসাথে যুক্ত
করার প্রয়োজন হয়ে থাকে। আর এই কাজটি খুব দ্রুত ও সহজে করতে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন।


আপনার ইলেকট্রনিক্স ল্যাব
ইলেকট্রনিক্স খুবই উপভগ্য একটি বিজ্ঞান। বৈজ্ঞানিক গবেষণার অন্যান্য
ক্ষেত্রে অনেক মূল্যবান যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং কর্ম
সম্পাদন করতে প্রয়োজন হয়, কিন্তু ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বিষয়টি সেরকম
ব্যয়বহুল নয়। সামান্য কয়েকশত টাকা খরচ করেই আপনি
নিজে নিজেই বেশ কিছু এডভান্স এবং আকর্ষণীয় প্রজেক্ট তৈরি করতে পারেন, যা
অন্যন্য ক্ষেত্রে অসম্ভব হলেও ইলেকট্রনিক্সের ক্ষেত্রে খুবই সম্ভব। মাত্র
কয়েক হাজা
নতুনদের জন্য ইলেকট্রনিক্স প্রজেক্টঃ ডার্ক এক্টিভেটেড সুইচ
বাসাবাড়ি , দোকান ইত্যাদির সামনের সিকিওরিটি লাইটগুলো প্রায় সময় দেখা
যায় দিনের আলো ফোটার পরও অনেকক্ষণ জ্বলতে থাকে,বন্ধ করার কেউ থাকে না।
কেমন হত যদি সেটা অটোমেটিক বন্ধ হয়ে যেত!! আলো ফুটলে বন্ধ এবং অন্ধকার
হলেই আবার একা একা অন হয়ে যেত?! খুব সহজেই এটা করা যায়। স্কুলে পড়া ছেলেমেয়েরাই চাইলে এটা বানাতে পারে। নিচের এই সহজ সার্কিটটা দিয়ে এটা করা যায়—
এখানে ব্যবহৃত অং
এখানে ব্যবহৃত অং
Subscribe to:
Posts (Atom)